এসসিও সম্মেলনে ‘রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫






                                        
                                       

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলনে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মান, সংলাপ এবং যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদের মোকাবিলার আহ্বান জানান।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

শাহবাজ শরিফ বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে, তাদের জানা উচিত—বিশ্ব আর এই মনগড়া বয়ান কিনছে না।’

তিনি আরও বলেন, পাকিস্তানের হাতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় বিদেশি জড়িত থাকার অখণ্ডযোগ্য প্রমাণ রয়েছে। জাফর এক্সপ্রেসে জিম্মি ঘটনা থেকে শুরু করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের হামলার জন্য যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।

পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পাকিস্তান ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ৯০ হাজারের বেশি প্রাণ উৎসর্গ করেছে—যার মধ্যে শিশু, নারী, প্রকৌশলী, বিজ্ঞানী, সাধারণ নাগরিক থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত রয়েছেন। ‘এটি শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্যই আমাদের ত্যাগ,’ বলেন তিনি।

দক্ষিণ এশীয় প্রেক্ষাপট ও দ্বিপাক্ষিক চুক্তির প্রসঙ্গ

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান বহুপাক্ষিকতায় বিশ্বাসী, একতরফা পদক্ষেপ বা সংঘাতে নয়। সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চেয়ে কোনো কিছুকে পবিত্র মনে করা যায় না। তিনি জোর দিয়ে বলেন, এসসিও সদস্য দেশগুলোকে সব দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলা উচিত। বিশেষত পানি বণ্টনের বিদ্যমান চুক্তি অনুযায়ী যথাযথ প্রাপ্য অংশে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

আফগানিস্তানের স্থিতিশীলতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগানিস্তানে স্থিতিশীলতা গোটা অঞ্চলের স্বার্থের সঙ্গে জড়িত।’

ফিলিস্তিন ও ইরান প্রসঙ্গ

গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধের তীব্র নিন্দা জানিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘গাজায় চলমান নৃশংসতা ও অনাহার আমাদের সম্মিলিত বিবেকের ওপর স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে।’ তিনি জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী দুই-রাষ্ট্র সমাধানের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও তিনি ইসরাইলের ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ ইরানবিরোধী আগ্রাসনের কঠোর নিন্দা জানান।

চীন ও আঞ্চলিক উন্নয়ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করে শাহবাজ শরিফ বলেন, তার দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতৃত্ব চীনের বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। শুধু এসসিও নয়, বৃহত্তর আন্তর্জাতিক উদ্যোগেও চীনের নেতৃত্ব স্পষ্ট।

তিনি সিপিইসি (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর) প্রকল্পকে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়নের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী চীন সরকার ও প্রেসিডেন্ট শিকে সম্মেলনে অসাধারণ আতিথেয়তা ও নিখুঁত আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

  • চীন
  • পাকিস্তান
  • শাহবাজ শরিফ