এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে এরদোগান-পুতিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫






                                        
                                       

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ২৫তম শানহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের পাশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

২৫তম এসসিও প্রেসিডেন্ট পরিষদ সম্মেলনে অংশগ্রহণ করতে তিয়ানজিনে থাকা এরদোগান একটি হোটেলে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরদোগান বলেন, ‘আমার প্রিয় বন্ধু, আপনি জানেন আমরা আপনাকে তুরস্কে স্বাগত জানাতে কতটা আগ্রহী। আমার আমন্ত্রণ সবসময় খোলা রয়েছে। আমরা আশা করি আপনি যত দ্রুত সম্ভব আমাদের দেশে আসবেন। আমাদের সম্পর্ক বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে এবং সাময়িক চ্যালেঞ্জের দ্বারা প্রভাবিত হয়নি।’

সাক্ষাৎকালে তুরস্ক ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এরদোগান বলেন, তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলেছে এবং অতীতে বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ ও শক্তি খাতে প্রতিষ্ঠিত সহযোগিতার চেতনা এখনও বজায় রয়েছে।

তিনি আরও বলেন, তুরস্ক ইউক্রেন যুদ্ধের ন্যায়সংগত ও স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইস্তানবুল আলোচনাগুলি এই প্রক্রিয়ায় অবদান রেখেছে।

দুই প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি হামলা ও সিরিয়ার রাজনৈতিক একতা রক্ষা করে তার উন্নয়ন নিয়ে মত বিনিময় করেছেন।

এরদোগান আশা প্রকাশ করেন, আর্মেনিয়া-আজারবাইজান আলোচনাগুলো ককেশাসে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে এবং তা তুরস্ক ও রাশিয়ার স্বার্থে হবে।

এ সময় এরদোগানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারস্লান বায়রকতার, অর্থ ও রাজস্ব মন্ত্রী মেহমেত শিমশেক, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলের, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেত ফাতিহ কাচির, বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, তুর্কি যোগাযোগ বিভাগ প্রধান বুরহানেত্তিন দুরান এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা চাগরি এরহান উপস্থিত ছিলেন।

  • এসসিও সম্মেলন
  • ভ্লাদিমির পুতিন
  • রিসেপ তাইয়েপ এরদোগান