এনবিআরের সিঙ্গেল উইন্ডোর লাইসেন্স সেবা ৩ লাখ ছাড়িয়েছে

অর্থনীতি ডেস্ক , সোমবার, ১৯ মে, ২০২৫






                                        
                                       

দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য-সম্পর্কিত সব সেবা নিশ্চিতে চালু হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বা অনলাইনে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে।

সোমবার এনবিআরের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের বাস্তবায়নাধীন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা ইতোমধ্যে তিন লাখের মাইলফলক অতিক্রম করেছে।

এতে আরও বলা হয়, সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটগুলো ৮৭.০৫% এক ঘণ্টার কম সময়ে এবং ৯৫.৩৯% একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। এই মাইলফলক অতিক্রম করার সহযোগী হিসেবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে গো-লাইভে যাওয়া বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), বিস্ফোরক অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, রাসায়নিক অস্ত্র কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরকে এনবিআরের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ১ জুন থেকে আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে অবশিষ্ট ১২টি সংস্থা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে অনলাইনে প্রদান করতে সক্ষম হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে এ সিস্টেম ব্যবহারের ফলে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, সেটিরও উল্লেখ করা হয়। নিচে সুবিধাগুলো দেওয়া হলো-

১. একটি কমন প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে।

২. সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে।

৩. পণ্য আমাদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাচ্ছে

৪. দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টিতে BSW System সহায়তা করছে।

  • জাতীয় রাজস্ব বোর্ড