গতকাল রাতে সংগীতশিল্পী তাহসান খানের ফেসবুক ফ্যান পেইজে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তাহসান ও বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবি দেখে বোঝা যায় এটি গায়ে হলুদের আয়োজনের ছবি। কেননা এ জুটি বসে আছেন ফুল আর আলো দিয়ে সাজানো ঘরে। সামনে একটি হলুদ কেক রয়েছে। রোজা পরেছেন হলুদ শাড়ি এবং হালকা ফুলের গহনা। তাহসান পরেছেন পাঞ্জাবি। এমনই হলুদের সাজে ভালোবাসার বন্ধনে দুহাতে আঁকড়ে রেখেছেন রোজাকে। এতে নেটিজেনদের বুঝতে বাকি নেই ফের বিয়ে করছেন তাহসান।
কিন্তু কাকে বিয়ে করছেন তিনি? তাহসানের স্ত্রী রোজা আহমেদ বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্স-এ “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠা করেন। প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। জনপ্রিয় এ উদ্যোক্তা ও মেকওভার আর্টিস্টের কিছু আকর্ষণীয় লুক দেখে নিন।
বাসন্তী রঙের জমকালো শাড়ি এবং পার্টি মেকআপে রোজা আহমেদ।
লাল কামিজ ও ফিরোজা ওড়নার সঙ্গে স্নিগ্ধ সাজে সেজেছেন তিনি।
নিয়ন সবুজ রঙের এমব্রয়ডারি করা কামিজের সঙ্গে তিনি জড়িয়েছেন আকাশি রঙের ফিনফিনে ওড়না। কানে পরেছেন কাজ করা দুল।
গোলাপি স্লিভলেস গাউনে হাস্যজ্বল রোজা।
এ মেকওভার বিশেষজ্ঞের বিড়াল ভীষণ প্রিয়।
অন্যদের সাজাতে ভালোবাসলেও নিজে খুব সিম্পল সাজে থাকেন তাহসানের স্ত্রী।
ফুলেল পোশাকে মোহনীয় রোজা।
স্লিভলেস ক্রপটপ ও কালো মিডি স্কার্টে রোজার আকর্ষণীয় লুক।
সাদা জামদানি পরেছেন মেকওভার বিশেষজ্ঞ রোজা। চুলে জড়িয়েছেন হলুদ গাঁদা।