 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
 আর্সেনালের জয়, ম্যানচেস্টার সিটির হার 
  
          
  
        
    
    রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির বিপরীতে দুই ভিন্ন ফলাফল হয়েছে। আর্সেনাল ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করে তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে, যেখানে ম্যানচেস্টার সিটি ০-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে।
আর্সেনালের জয়ী গোলটি করেন এবেরেচি এজে, যিনি এই গ্রীষ্মে ৬৭ মিলিয়ন পাউন্ডে ক্লাবে যোগ দিয়েছেন। সেটপিস থেকে গোল করে তিনি নিজের সাবেক ক্লাবের বিরুদ্ধে দলের জন্য গুরুত্বপূর্ণ জয় এনে দেন। এই জয়ের ফলে আর্সেনাল নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে, যা দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথের চেয়ে চার পয়েন্ট বেশি।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির নয় ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙে যায় অ্যাস্টন ভিলার ম্যাচে। ১৯ মিনিটে ম্যাটি ক্যাশের বাঁ পায়ের শট একমাত্র গোল হিসেবে ম্যাচের ফল নির্ধারণ করে। নয়ে নয় ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি চতুর্থ স্থানে রয়েছে।
আগেরদিন ব্রেন্টফোর্ডের মাঠে লিভারপুল ৩-২ গোলে পরাজিত হওয়ায় তারা এখন পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অবস্থান করছে পঞ্চম স্থানে।
এই ফলাফলগুলো ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়েছে এবং শীর্ষ টিমগুলোকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
 
    
        
             প্রকাশিত সংবাদপত্রের অংশ