আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির দল লা লিবারতাদ আভাঞ্জা (এলএলএ) দেশের সংসদ নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, এলএলএ ৪০.৮৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী পেরোনিস্ট মুভমেন্টের ৩১.৬৪ শতাংশ ভোটের চেয়ে এগিয়ে রয়েছে।
রোববার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের ২৪টি আসন এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনের জন্য ভোট হয়েছে। মাইলির দল সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনের মধ্যে ৬৪টিতে জয়ী হয়েছে।
এই সাফল্য মাইলির অর্থনৈতিক সংস্কার ও কঠোর সঞ্চয়মূলক পদক্ষেপগুলোকে আরও গতিশীল করার সুযোগ করে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মাইলিকে আইন পাসের জন্য মধ্য-ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গড়তে হবে।
বিজয়ী দলের পক্ষ থেকে গতকাল রাতে আনন্দ উদযাপন করা হয়, যেখানে শত শত মাইলি সমর্থক উল্লাস প্রকাশ করেছেন ও একে অপরকে জড়িয়ে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইলির মুখপাত্র ম্যানুয়েল আদোরনি লিখেছেন, “আর্জেন্টিনার মঙ্গল হোক।”
প্রেসিডেন্ট মাইলি দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করেন এবং নির্বাচনী প্রচারে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মধ্যবর্তী নির্বাচন ছিল তার জন্য জাতীয় পর্যায়ে প্রথম বড় পরীক্ষা, যা তিনি সফলভাবে পার করেছেন।