‘আমি অসুস্থ নই, ওটা ফেক আইডি’, চিত্রনায়িকা ববিতা

বিনোদন ডেস্ক , মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫






                                        
                                       

গতকাল সোমবার হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ। এ খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূলত ববিতার নামে খোলা একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য প্রচার করা হয়।

তবে মঙ্গলবার নিজেই বিষয়টি নিশ্চিত করেন ববিতা।  জানালেন, দীর্ঘদিন ধরে ওই ফেক আইডি থেকে তার সম্পর্কে স্পর্শকাতর ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বেশ কয়েকবার অভিযোগ দিয়েও সমাধান পাননি।

অভিনেত্রী বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’

এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করবো বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, ‘আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।’ এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’

এসব ভুয়া অ্যাকাউন্ট যারা চালাচ্ছে তাদের সম্পর্কে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন এ কিংবদন্তি অভিনেত্রী

বর্তমানে ঢাকার গুলশানে নিজের বাসায় সুস্থ আছেন অভিনেত্রী।

ববিতা বলেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’

প্রসঙ্গত, ববিতার নামে খোলা ওই ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের একটি ছবি পোস্ট করে তার অসুস্থতার খবর ছড়ানো হয়। এতে সাধারণ মানুষ তো বটেই, অনেক তারকাও বিভ্রান্ত হন। নির্মাতা চয়নিকা চৌধুরী ও গায়ক এসডি রুবেল পর্যন্ত ওই পোস্টে লাইক রিয়েক্ট দেন।

১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় দিয়ে শুরু হয় ববিতার অভিনয়জীবন। এরপর প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হন তিনি।

  • অভিনেত্রী
  • চিত্রনায়িকা
  • ববিতা