প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
“আমজনতার দল” নিবন্ধনের অধিকার রাখে, বিএনপির সমর্থন
"আমজনতার দল" নামক একটি রাজনৈতিক দলের নিবন্ধন দাবির প্রেক্ষিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে রিজভী বলেন, "তারেক দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট থেকেছেন। 'আমজনতার দল' অবশ্যই নিবন্ধন পাওয়ার যোগ্য।"
রিজভী আরও উল্লেখ করেন যে, ইতিপূর্বে "আমজনতার দল" নিবন্ধনের জন্য আবেদন করলেও তা গ্রাহ্য করা হয়নি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "আমি দেখেছি, আরও অনেক গুরুত্বহীন দল নিবন্ধিত হয়েছে, কিন্তু তারেকের দলের নিবন্ধন দেওয়া হয়নি। কেন এমন হলো, তা বোধগম্য নয়।" তিনি মনে করেন, তারেক রহমান একটি আইনসম্মত রাজনৈতিক দল গঠন করতে চেয়েছেন এবং কোনো গোপন রাজনৈতিক দল তৈরি করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার উদ্দেশ্য তার ছিল না।
বিএনপির এই নেতা আরও বলেন, "দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারেক কথা বলেছেন। তিনি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছেন। আজ যদি তার দলের নিবন্ধন না দেওয়া হয়, তবে নির্বাচন কমিশন কাদের নিবন্ধন দেবে?"
রিজভী তারেকের রাজনৈতিক চিন্তা, সংগ্রাম এবং কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে বলেন, "যে রাজনৈতিক দল তিনি গঠন করেছেন, সেই 'আমজনতার দলের' নিবন্ধন অবশ্যই পাওয়া উচিত।" তিনি বিএনপির পক্ষ থেকে তারেকের ন্যায়সংগত অনশন কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে তারেক রহমান অনশন শুরু করার পর নির্বাচন ভবনের সামনে অন্যান্য কয়েকটি দলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং "আমজনতার দল"-এর নিবন্ধন পাওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।
প্রকাশিত সংবাদপত্রের অংশ