আইসিসি অভিভাবকের মতো নয়”: ভারত-বাংলাদেশ ক্রিকেট দ্বন্দ্বে হতাশ মঈন আলী

স্পোর্টস ডেস্ক , বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬






                                        
                                       

বিশ্বকাপের আগে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলী। তিনি বলেন, এই পরিস্থিতিতে আইসিসিকে অভিভাবকের মতো আচরণ করতে দেখা যায় না। বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করা মঈন আলী একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃক মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে মঈন বলেন, “মোস্তাফিজের জন্য আমার খারাপ লাগছে। এত ভালো একটা চুক্তি পেয়েছিল।” তিনি আরও বলেন, রাজনৈতিক চাপের কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার বিষয়ে মঈন বলেন, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তিনি আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “আইসিসি কখনোই অভিভাবকের মতো নয়। সবাই জানে, এটা কে চালায়।”
মঈন আলী মনে করেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট খেলিয়ে দেশগুলোর এ বিষয়ে মুখ খোলা উচিত।