ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে আদালত ত্যাগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে আদালতে হাজির হন পরীমনি। এদিন বিকালে পরীমনিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার জন্য সময় ধার্য করেন বিচারক।
তবে সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তিনজনের পক্ষে বাদীকে জেরার জন্য দিন ধার্য ছিল। এজন্য তিনি আদালতে উপস্থিত হন।
বেলা সাড়ে ১১ টায় জানানো হয় যে, বিকেল ৩টায় পরীমনিকে জেরা করা হবে। এ জন্য পরীমনি গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। এইভাবে বসে থাকার পর বিকেল ৩টার দিকে পরীমনি সময় চেয়ে আবেদন করেন।