অভিনয়শিল্পীরা সর্বগুণে গুণান্বিত। একজন প্রকৃত অভিনয়শিল্পীর বিনোদনের সব অঙ্গন সম্পর্কেই সম্যক ধারণা রাখতে হয়। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, উপস্থাপনার বিষয়েও জ্ঞান রাখাটা বাঞ্ছনীয়। খুব বেশি পারদর্শী হতেই হবে, এমন না হলেও, বিষয়গুলোর ওপর ধারণা থাকলে সেটি অভিনয়ে সহযোগিতা করে- এমনটাই বলছেন অভিনয় বোদ্ধারা।
সেজন্যই যুগে যুগে তারকা শিল্পীদের দেখা গেছে বিনোদনের সব শাখায় বিচরণ। যা আজও বিদ্যমান। এমনিতে উপস্থাপনায় অভিনয়শিল্পীদের পদচারণা নতুন নয়। অনেক আগে থেকেই বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তারকাদের হাতে ধরিয়ে দেওয়া হতো মাইক্রোফোন। টিভি আয়োজনেও উপস্থাপনায় থাকতেন সেসব শিল্পী। কারণ, উপস্থাপনা একটি শিল্প। এটা যে কাউকে বসিয়ে দিলে কিন্তু বুঝতে বা করতে পারবে না।
এখানে বাচনভঙ্গি, উচ্চারণ, নির্ধারিত বিষয়টি সম্পর্কে জ্ঞান, বাহ্যিক সৌন্দর্যসহ বেশকিছু বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। সে বিবেচনায় অভিনয়শিল্পীরা অনেকটা এগিয়ে। তাই চিত্রনায়িকা পূর্ণিমা, মোশাররফ করিম, জাহিদ হাসান থেকে শুরু করে নাটক সিনেমার অনেক তারকাকেই উপস্থাপনায় দেখা গেছে বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে। নিয়মিত না হলেও, প্রয়োজনে মাইক্রোফোন হাতে কথা বলেছেন তারা।
তবে বর্তমান সময়ে অভিনয়শিল্পীদের অনেকেই অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাকেও পেশা হিসাবেই নিয়েছেন। নিয়মিতই তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এ তালিকায় পুরোনোদের সঙ্গে নতুন করেও নাম লেখাচ্ছেন অনেকে।
অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা অভিনয়ে খুব একটা নিয়মিত নন। বেছে বেছে কাজ করার সুবাদে তার কাজ তুলনামূলক কম। গত বছরের কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তবে চলতি বছরে আবার উপস্থাপনায় ফিরেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ঈদ অনুষ্ঠান ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন তিনি।
এর মধ্য দিয়ে সাত বছর পর বিটিভির অনুষ্ঠান সঞ্চালনায় দেখা মিলছে এ অভিনেত্রীর। একই অনুষ্ঠানে নাবিলার সঙ্গে উপস্থাপনায় ছিলেন আরেক চিত্রনায়ক মামনুন ইমন। এর আগেও তাকে কয়েকটি লাইভ মঞ্চে দেখা গিয়েছিল। তবে এবার টিভি আয়োজনেও সে দায়িত্ব ঘাড়ে নিলেন। বেশ সাবলীল উপস্থাপনা দিয়ে ভালোভাবেই উতরে গেলেন তিনিও।
মডেল ও নৃত্যশিল্পী হলেও অভিনেত্রী হিসাবেই অধিক পরিচিত নাদিয়া আহমেদ। তবে ইদানীং তিনিও নাম লিখিয়েছেন উপস্থাপনায়। তার সঞ্চালনায় এবার চারটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান। নাদিয়ার সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আরেক অভিনেতা এফএস নাঈম। এ ছাড়া এ জুটিকে আরও একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গিয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি, তবে কাজ করছেন গান নিয়ে। নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও তাকে দেখা যাচ্ছে। এবার তিনি ফিরলেন উপস্থাপনায়। ‘ফ্যামিলি ফিউড’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এনটিভিতে প্রচার চলতি এ অনুষ্ঠানটি দিয়ে এরই মধ্যে তাহসান আলাদা এক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।
অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। এরপর নির্মাণে আসেন। কিন্তু বর্তমানে সেসবে নেই ব্যস্ততা। এখন তিনি একজন উপস্থাপক হিসাবেই সর্বমহলে পরিচিত। আলোচনার পাশাপাশি সমালোচনায়ও তিনি এগিয়ে। একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। যার প্রত্যেকটি নিয়েই বিতর্কের মুখে পড়েছেন বারবার। আর তাতেই তৃপ্ত হন তিনি।
অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ গত রোজার মাসে প্রতিদিনের আয়োজন ‘ইফতারের রসুইঘর’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। বিটিভিতে প্রচারিত এ আয়োজন দিয়ে প্রায় দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা করেছেন তিনি। এ ছাড়া গাজী টেলিভিশনে ‘ঈদের রান্না’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনায়ও ছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় বেশ জনপ্রিয় ইমতু রাতিশ। লাইভ অনুষ্ঠান ও টিভি আয়োজনে নিয়মিতই তাকে দেখা যায়। গত ঈদেও একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তিনি। অভিনয়ের বাইরেও এটিকে পেশা হিসাবে নিয়েই কাজ করছেন তিনি। উপস্থাপনা একটা সাবলীল বিষয় বলেই মনে করেন এ অভিনেতা।
নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও সারিকা সাবরিনা। নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মিত ঈদের ‘পাঁচফোড়ন’ উপস্থাপনায় দেখা গেছে তাদের। এ ছাড়া সারিকা আরও বেশ কয়েকটি টিভি শোয়ের উপস্থাপক হিসাবে নিয়মিত কাজ করছেন।
বছরজুড়ে উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকেন উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। মিষ্টি কথার জাদুতে মাতিয়ে রাখেন দর্শকদের। উপস্থাপনার বাইরে মাঝে মাঝেই তাকে অভিনয় করতে দেখা যায়। তবে নিয়মিত নয়।
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। শোবিজ অঙ্গনে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার। তবে উপস্থাপনায় থিতু হয়েছেন।
নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অনেক নাটক ও বিজ্ঞাপনে। মাঝে বিরতিতে ছিলেন তিনি। দেড় বছর পর সম্প্রতি ক্যামেরার সামনে ফিরলেন উপস্থাপনা দিয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
এ ছাড়া আরও যারা বিভিন্ন সময় ও বর্তমানে উপস্থাপনা করছেন তাদের মধ্যে রয়েছেন আফসানা মিমি, স্বাগতা, অপু বিশ্বাস, মৌটুসী বিশ্বাস, তাসনুভা মোহনা, সামিয়া আফরিনসহ অনেকে।